আমি নই গো তোমার মতন বিশাল বড়ো
আমি নগণ্য ক্ষুদ্র জীব জোনাকির মতো
আমি ক্ষুদ্র আলো;অন্ধকার পাখির নীড়ের ভেতর
হয়তো পাখিটার আমি অনেক বড় আলো
আমি নই গো সূর্যের বিরাট কিরণ
আমি দেবালয়ের ক্ষুদ্র প্রদীপের আলোর মতন
বিরাট অন্ধকারে ক্ষমতা আমার শুধু মন বলে
হয়তো পিঁপড়া শ্যামা পোকাদের পথ দীশা জ্বলে
আমি পিছাবনী সকল ব্যর্থতার জয় জিদ
আমি চোখের জল দুঃখের মাঝে সুখের প্রদীপ
আমি হাজার তারার মাঝে উজ্জ্বল ধ্রুবতারা
আমি ক্ষুদ্রনু বালিকণা মরুভূমি সাহারা
আমি মহাসাগর নই আমি বর্ষার জল কণা
আমি সুনামী নই আমি অন্যায় পথে বন্যা
আমি পিছাবনী পরাজয়ের জাগরণী
আমি যুদ্ধ নয় যুদ্ধের রণভূমি
আমি রবী নজরুল নই আমি মহামানবদের বাণী
আমি মহাকাশ নই আমি আকাশবাণী