ভালোবাসবে কি তুমি;এই নগন্য সুপ্ত বীজকে?
যে হয়তো একদিন প্রকাশিত হবে নতুন বিশাল বৃক্ষরূপে!
তোমায় ভালোবেসে ফুল দেবে,ফল দেবে,ছায়া দেবে!
আমাকে কি তোমাদের মাঝে বাঁচিয়ে রাখবে?
বড় আশা করে এসেছি গো বন্ধু;
রেখো তুমি অন্তরে;
তোমার মনমন্দিরে।
আমি গঙ্গা যমুনা সিন্ধুও নয়
আমি ক্ষুদ্র ঐ যে মহাসাগরের জলবিন্দু কয়
আমায় প্রকাশ করো বন্ধু জনমন অন্তরে
আমি প্রকাশিত হতে চাই সকলের ঘরে ঘরে।
একটুকু ভালোবাসা
আজও তোমার প্রতি কত ভরশা আশা।
ভুলব না কোনদিন
চন্দ্র সূর্য যতদিন
বন্ধু ভালোবেসে লিখো নাম তুমি অন্তরে
প্রতিষ্ঠা দিও বন্ধু সকলের ঘরে ঘরে।
আমি যে ক্ষুদ্র সুপ্তবীজ
আমি থাকতে চাই না ছোটো নীচ
আমি হতে চাই বড় বৃক্ষ!
সবাইকে ভালোবাসাই আমার লক্ষ্য!
তোমায় ফুল দিতে চাই,ফল দিতে চাই, ছায়া দিতে চাই;
আর একটু তোমার ভালোবাসা আদর পেতে চাই।
আমায় প্রকাশ করো বিশ্বমাঝে মানবসমাজে
আমি বাংলাকে ভালবাসি জীবনানন্দের মতো যে!
আজ আমি ছোট্ট প্রদীপ শিখা!
তোমার ভালোবাসা পেলে হতে পারি আমি দিব্যসূর্য লিখা!
অন্তরে রেখো বন্ধু
হয়তো আমি অপার সমুদ্রের ক্ষুদ্র জলবিন্দু!
আমি নাই বা হলাম গঙ্গা যমুনা সিন্ধু!
আছে তো আমার তোমার মতো মিষ্টি বন্ধু!
                     -:®:-