পরাধীনের মতন যাব না কখনও
পিছিয়ে পিছাবনী!
স্বপ্নে যখন জেগে উঠবে
সামনে রবীবাণী!
আকাশে যখন আকাশবাণী
রাত্রি প্রদীপ আমি!
পুরনো যদিও ধ্বংশ হয়
নতুন নতুন গড়ি!
কল্পনা আমার আকাশছোঁয়া
অসময়ে ডাকে কোকিল!
স্বপ্ন যদিও সত্যি না হয়
তবুও আমি পিছাবনী!
খালের উপর দুটি বন্ধন
যেন হিন্দু-মুসলমান!
স্কুলের পাশে অশোকস্তম্ভ
স্বাধীনতার প্রমাণ!
আছে আছে অট্টালিকা
অশ্বর্থ মন্দির!
মান্দারমণি কাঁথির মধ্যে
ছোট্ট একটা নীড়!
পুকুরঘাট কালীমন্দির
আছে দুটি টাওয়ার!
হিন্দু-মুসলিম সবাই আমরা
এক রক্তেসম্মান!