হাসিল সূর্য আজি মধ্য গগনে
তখন পৃথিবী সাজে ময়ূর মন যৌবনে
ফুটিল ফুল কত গাছে গাছে
প্রজাপতি কত পৃথিবীতে নাচে
ব্যস্ত মানুষ সকাল হলে
শহর রাস্তায় হেঁটে চলে
বিরাট বিরাট অট্টালিকা
পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে থাকা
আমার পৃথিবী রূপসী বাংলা
শহর আমার পিছাবনী কালী পূজো মেলা
সে রবী পৃথিবীর হাসি
আমি গগন সবাইকে ভালোবাসি
আমার হৃদয়ের বুকে রোজ ওঠে রবী
আমায় ভালোবাসে তুলসী পৃথিবী
রাতের আকাশে অসংখ্য তারারা
আমাকে যে সাজায় বিষ্ণু ওরা
পৃথিবীকে করি প্রশ্ন আমি
পৃথিবীও জানে আমি কেমন প্রেমী
আকাশে যখন হাসে চাঁদ
তখন পূর্ণিমার রাত অগাধ
পৃথিবীর সাগরে তোমার ছবি আঁকি
রূপালী রাতে মোর রাধার আঁখি
ঢেউয়ে ঢেউয়ে ভেসে আসে
নৌকার মাঝি পাল তুলে হাসে
প্রতিদিন রাত যেমন বদলে যায়
ভোরের পাখিও তেমন ঘুরে বেড়ায়
সময়ের সাথে সব বদলায়
আকাশও তেমন রং ছড়ায়
আলোর স্পর্শে পৃথিবী সাজে
বিরাট পৃথিবী বিরাট আকাশ মাঝে
আমাকে বলো না তোমরা কবি
আমি সবার ঘরে ঠাকুরের ছবি
আমি তোমার হাতে জ্বালানো প্রদীপ
আমি সবার মনের গগনে পিছাবনী শিব
              -॥0॥-