ব্যস্ত শহর,দোকানপাট
ব্যস্ত কৃষক,মাঠ ঘাট!
হাজার পা,হাজার গাড়ি,
গ্রামে বেশি মাটির বাড়ি!
শহরে যত পাথর, ইট
গ্রামে যত মাটির বিট!
শহরে লোকের ব্যস্ত মন
গ্রাম্য লোকের কোমল জীবন!
শহরে যত জটিলতা
গ্রামে শুধু সরলতা!
শহরে লাগায় টপে গাছ
গ্রামে পুকুরে খেলে মাছ!
শহরের রং ধূসর বাদামী,
গ্রামের রং সবুজ ভূমি!