বহুদূর পথ হেঁটে ওরা কয়েকজন দুপুরে,
এসে বসে বট বৃক্ষের ছায়া নিচে; ক্লান্ত আজ ঘাম ঝরে!
গাছের কোকিল পাখিটা আজ প্রশ্ন করে জোরে জোরে-
বলতো তোমরা কারা এত তীব্র রোদ্রু দুপুরে?
প্রশ্ন শুনে ওরা চেঁয়ে দেখে উপরের দিকে-
পাখিটা বটবৃক্ষের ফল খেয়ে ফেলছে ওদের বুকে!
প্রথম জন বলে ওঠে আমি হিন্দু নিষ্ঠাবান;
হিন্দুদের প্রতি আজন্ম আমার টান!
দ্বিতীয় জন বলে আমি বৌদ্ধ মহাপ্রাণ;
বৌদ্ধদের প্রতি আজন্ম আমার টান!
তৃতীয় জন বলে আমি এক নিষ্ঠাবান মহান খ্রিস্টান;
খ্রিস্টই আমার মহা ভগবান!
চতুর্থ জন বলে আমি নিষ্ঠাবান ঈমান মুসলমান;
খোদাই আমার প্রান, চাঁদ আমার রহমান!
পঞ্চপথিক খুব উচ্চ স্বরে বলে ওঠে!
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ-
আমি সেই মানবসন্তান!
পিতা মাতাই আমার গড় আল্লাহ ভগবান।
আমি ক্লান্ত নই আমার ঝরেনি ঘাম,
পিতা মাতাকে আমার প্রণাম।
তীব্র রোদ্রু দুপুরে পিতা মাতা হাতে দিয়েছে ছাতা সম্মান।
আমি মানবসন্তান আমার নীচে সবার অবস্থান!
-:®:-