ভোরের আলো
সবার ঘুম ভাঙ্গালো
আলো আকাশ হাসি
পৃথিবীর পাশাপাশি
পাখিদের গান ধরা শুরু
দূরদীগন্ত মরু
হাঁসে মরীচিকা
উটেদের ভাগ্য লিখা
মরুভূমির জাহাজ
ক্লান্ত ক্লান্ত আজ
তুমি কি শুনতে পাও
ঐ যে বেদনার ডাক
ক্লান্ত তৃষ্ণার্ত কাক
পিছাবনী তুমিও এগিয়ে যাও
একদিন মরুভূমি হবে শষ্যশ্যামলা
সাহারা ঐ হবে বিশ্ব বাংলা
আকাশবাণী আমি
বিশ্ব বাংলা পিছাবনী প্রেমী
আমি যাবনা খুঁজিতে আর
আমার চারপাশ ঘোরে পৃথিবী বারবার
একবছর ১২ মাস
আমি সাগর সরোবরে শ্বেত রাজহাঁস
আমি ভোরের হাসি
থাকবে কি তুমি আমার পাশাপাশি!
-:০:-