মরুভূমির প্রান্তরে বৃষ্টি নামে;
পৃথিবী রীক্ত,মরিচিকা এখন শান্ত দুপুর।
বজ্রবিদ্যুৎ ঝলসিয়া ওঠে,চারিদিকে!
আলোক শিখা তখন পশ্চিম থেকে উত্তরে;
পরে আসে শব্দ কানে।
হঠাৎ যেন অন্ধকার নামে!
রাত্রি কালো অন্ধকারে, যেন একলা সমুদ্রে!
মাঝে মাঝে বিদ্যুৎতের আলো দেখা দেয় পথে।
সঙ্গীনী আছে শুধু একটি জীব!
সে ছাড়া আমি একা!
পাছে বিপদ দেবে যদি হানা;
মোবাইলের সুইচ খোলা যায় না!
হালকা মৃদু বাতাসে গরম বালুকা বৃষ্টি;
শরীরের আবরণে সূঁচ ফোটে নির্জীব!
জানি কঠিন পরিশ্রমে এ পৃথিবীর সৃষ্টি!
শোনা যায়, রাত্রি কালো অন্ধকারে;
দুর দিগন্তে বাজ পড়ে!
সেখানেও কে আছে;কে জানে?