যদি দুঃখ সামনে আসে
দেখাব ঘর আয়না তাসে!
বদলে দেবও তাকে
দুঃখ থেকে সুখে!
যদি নিন্দা করে কেউ
তুলব প্রশংসার বড় ঢেউ
যে ঢেউ ছাপিয়ে যাবে
নিন্দুকের থেকে।
বদলে যাবে নিন্দুকেরা আনন্দে!
করবে প্রশংসার নাম
নিন্দুকের মুখেও রাম ধাম শ্যাম।
যদি নেতিবাচক কথা আসে
বোঝাব তাকে পরাজয় ওতেই হাসে!
সব কাজই তো হয় ভালোবেসে।
তবেই তো প্রশংসা আসে!
যদি কেউ খারাপ পথ ধরে
বলব তাকে ফিরে আয় অভাব নেই তোর ঘরে।
দুমুঠো খাদ্য তো জোটে এর চেয়ে বেশি কি চাস?
যাস না ও পথে।
যে পথে করে না প্রশংসা তোকে।
বরং সন্ধেহ করে।
আর হাসি ঠ্যাট্টা টিটকারী মারে।
বরং করে যা তুই অন্যের উপকার
অভাব হবে না তোর ঘরে বারবার।
হিংসা নিন্দা করে করুক
তোর হৃদয়ের তো আছে ভালোবাসার সংসার।
ভালোবাস তুই সত্যকে
যার উপকারের জন্য গড়েছিস তুই নিজেকে।
ওকে নয় যে লোভে পড়ে তোকে ভালোবাসে।
আর কষ্টে তোর চোখের জল ঝরে।
দেয়না সম্মান বরং নীরব থেকে ভালোবাসা যাচাই করে।
বিশ্বাস নেই তার নিজেকে।
অন্যের মাধ্যমে নিজের কথা প্রকাশ করে।
অন্যের সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত বলে ধরে।
ভালোবাস তুই তাকে
যে তোর প্রশংসার ঢেউ গড়ে।
তুইও কর প্রশংসা ওকে।
যাতে সে নিজেকে গড়তে পারে আরও সুন্দর করে।
আর দুঃখ থেকে ফিরে আসে আনন্দ জগৎ সংসারে।
যেখানে সত্যের প্রশংসা করে।
যেখানে সত্যকে ভালোবাসে।
যেখানে সত্য আয়নার ঢেউ গড়ে।
যে ঢেউ বদলে দেয় দুঃখ থেকে সুখে
প্রশংসা করে সব হাসি মুখে।
ভালোবাসে ঐ মানুষটাকে।
যে স্বার্থহীন অন্যের উপকার করে।
তাই তার অভাব নেই ঘরে!