যদি মাঝপথে আসে হার
তবু হারবো না আমি আর!
যদি বৃষ্টি ঝরায় চোখ
তবু দুঃখেও খুঁজব সুখ!
যদি মাঝপথে আসে বিপদ
তবু থামবে না আমার রথ!
যদি সবার উপরে মানুষ শ্রেষ্ঠ
তবে আমি কেন হব নষ্ট?
তবে হারবো না আমি আর
জিতব আমি বারবার!
পরাধীনের মতন যাব না কখনো
পিছিয়ে কোনদিন আর।
রনহুংকার দেবো সবার মুখে
আমি পিছাবনী সবার!
হারবো না আমি আর
জিতব আমি বারবার!
আমার এ বানী সবার জীবনী
হোক সবার মুখে রনধ্বনি!
মূলমন্ত্র 'পিছাবনী'
বলো তুমি আমি পিছাবনী আমি পিছাবনী!
এগিয়ে গিয়েও কখনও পিছাবনী
আমি হারমানবনী।
আমি হারতে জন্মায়নি!
সবার জীবনী আমি পিছাবনী আমি পিছাবনী
আমি হেরে যাবনী
বলো সবাই পিছাবনী পিছাবনী!
              =®=