পথের বাঁকে বিপদ দেখে
পিছিয়ে কেন যাও?
সাহস করে বিপদ ভেঙ্গে
পিছাবনী বলে যাও!
তোমার মাঝে বিশ্ব খুশি
তোমার মাঝেই সব
সুখ দুঃখ সবার সাথি
সকলেরই আছে গৌরব
তুমি পৃথিবীর মাথা উঁচু সেই
শৈল‍্য পাহাড় পর্বত
হিমালয় তুমি চেঁয়ে দেখো ঐ
তুচ্ছ তোমার বিপদ!
মনের সাহস মনের জোর
জেদী জয় পিছাবনী
তোমার মাঝে মন্ত্র দিলাম
আমি পিছাবনী পিছাবনী!
-:®:-