স্বাধীনতা তুমি আজ হাজার মনের রঙিন ছবি
শত মানুষের রক্তে রঞ্জিত আমার মাতৃভূমি
স্বাধীনতা তুমি আজ সভ্যতার নতুন সূর্যদয়
মুক্ত মনের ক্যানভাসে শুধু সত্যের জয়
স্বাধীনতা তুমি আজ শ্রমজীবী মানুষের কান্না
শত কষ্টের মাঝেও নতুনের সূচনা
স্বাধীনতা তুমি আজ কৃষকের সবুজ ফসল
রোদ,বৃষ্টি কিংবা ঝরে তুমি চির অটল
স্বাধীনতা তুমি আজ রাজনৈতিকের ভাষণ
মিথ্যার মঞ্চে ক্ষুব্দ মানুষজন।
স্বাধীনতা তুমি আজ কবির লেখনি
মানুষকে জাগ্রত করার অমিয় বাণী
স্বাধীনতা তুমি আজ অজানা ভয়
নতুন করে বেঁচে থাকার চির প্রত্যয় ।