খন্ডকালীন হারিয়ে যাওয়া কিরণশুভ্র হাসি
জোছনাবেলা! বলবো তোমায় কত ভালোবাসি।
কেন তোমার একটুখানি মেঘের আড়াল হওয়া?
পূর্ণচন্দ্র দেখাও  আনন, পূরণ করো চাওয়া।


মনের কথায় হয়না পূরণ মনের যত চাওয়া
আর কি তবে হবে না তোমার শুভ্রহাসি পাওয়া?
বাকা নেত্রে কেন তাকাও মেঘের কোলে শুয়ে?
এবার তবে দেখবো তোমায় চোখের জলে ধুয়ে!


মেঘের মাঝে মেঘ চলে যায়, তোমার মাঝে কে?
অম্বরনক্ত জবাব দেবে, কথামালা গেঁথেছে 'যে'।
থাকনা তবে শ্রবণগাঁথা, রুদ্ধ থাকুক প্রিয়'র কথা
মেঘলিপিতে মিলিত হোক মনের যত লুপ্ত ব্যথা।


জোছনাবিহার! তোমায় ডাকে বিহানের পতত্রী
জানি সখী! তুমি হবে তাহার নিত্য-সঙ্গী-যাত্রী।
আকাশ, তোমার একটি তারা দেবে আমাকে?
রাত্রিবেলা ফিরিয়ে দেবো যদি আনো প্রিয়চাঁদকে।


মধুর সুরের পবন ভেলায় লীন হয়ে যাও কেন?
নতুন বেলার নিমন্ত্রণে  আসতে ভুলোনা যেন।
গভীর রাতের সৌন্দর্য!
তোমার চাঁদকে বড় আপন ভেবে ফেলেছি,
তাইতো কালকে আবার দেখতে চেয়েছি!