আমি যদি অভিমান করে কাগজের ফুল হয়ে যাই!
যদি তোমার কোমল সুধার আমর্শতা পেতে চাই!
তবে কি আমার ধূসর স্বপ্নরঙ রঙীন হবে?
নাকি বলবে, "ঝরে গিয়েছতো  সেই কবে!"


অশ্রুমাখা ঝরে যাওয়া অভিমানী আমি তখন,
তোমার চরণকোমলে হাসবো, তুমি আসবে যখন।
ভালোবাসা বার্তা পাঠাবে আঁচলপ্রত্যয় উড়িয়ে,
ভুল করে যেন ভালোবেসে মোরে নিও কুড়িয়ে।
নাকি বলবে, "কবে দিয়েছি তাড়িয়ে??"


"প্রিয়ার কেশের খোঁপা!"
একটিমাত্র অন্তিম ইচ্ছাবর, হয় না যেন পর!
ভালোবাসার ফুলদানীতে পীযূষসৌরভ ছড়াবো
জলহীন সে প্রেমদানীতে প্রেমাশ্রুতেই  জড়াবো।
বিশ্বের সবচেয়ে দামী ফুলদানী, প্রিয়ার ফুলদানী!
যেন সে আমার অনুরাগসত্ত্বা, আমার হৃদয়দানী!


নাকি চুপ করে মনে মনে বলবে,
"খোঁপা না,খোঁপা না,আমি তোমার মুক্তকেশী!
স্বপ্নে দেয়া লাল টিপ যে বড্ড ভালোবাসি।"


তবে আর ঝরবো না
অভিমান করে কাগজের ফুলও হবো না।