বিদায়ী ফাগুন হাওয়ার আলতো আবেশ,
একবার কামনা করেছিল তোমার মুক্ত কেশ।
সার্থক করেছিলে তার কামনা আভা?
প্রণয় পবন তবে ব্যক্ত করতো সৌন্দর্য শোভা।


রক্তাক্ত কৃষ্ণচূড়ার একাকী অভিমানী বিসর্জন!
চিরঅপূর্ণ অনিন্দ্যনির্ঝর স্বপ্নভঙ্গ ছিল যার অর্জন,
হৃদয়দানীর চিত্তরসের ছোঁয়ায় পাবে কি সঞ্জীবন?
পাবেনা বলেইতো  তার কৃষ্ণাভ বেদনা বরণ!


প্রিয় মুক্তকেশী!
তোমার অঙ্গরুহীর কাছে ক্ষুদ্র প্রার্থনা করি?
নববসন্তে  যেন কৃষ্ণচূড়াপূর্ণ থাকে  কেশ-কবরী!
কবে বুঝবে প্রণয় পবনের অপ্রকাশিত ভাষা?
তবে কি পূরণ হবে অভিমানী কৃষ্ণচূড়ার আশা?


অভিমানী কৃষ্ণচূড়া!
তোমার জন্য প্রার্থনা, শুভ জন্মান্তর।
ভালোবাসায় ভরিয়ে দাও সখীর অন্তর!
আবার যেন ঝরে যেও না......।