অভিনন্দনে ভালো লাগে


অভিনন্দন অভিনন্দনে ভালো লাগে
খেয়ালী প্রানের আলোর পরশ জাগে।
অন্তঃপুরে বাসনা , উঠল দোলা দিয়ে
চিত্ত চপল স্বপ্ন সকল রয় চেয়ে।
নিদ্রা স্বপন যখন-তখন পরশে,
মেতে ওঠে মন নিত্য যতন হরষে।
প্রেয়সী আমার দীপ্ত কায়া, মুগ্ধ রথি
প্রাণ যে আমার মরণ খেলার সাথী।
ঝরা পাতার নৌকা খানি সাজিয়ে (তুমি) এলে
সূর্যমুখীর ভেলায় চড়ে (রাঙিয়ে) দিয়ে গেলে।
আলো শেষে নিশির বেশে রইলে পড়ে,
গোপন মনের কইতে কথা (ঘোর) নিবিড়ে।
নয়ন আমার এমনি ভাসে শিহরি
রই-রই থই-থই যাতনা সে আসে বিসরী।
তোমার খেলায় ভুবন ভুলায় জানি
কথায় তোমার ছড়ায় প্রেমের বাণী।
তোমার বিহন জীবন আমার শূন্য
পরশে তোমার প্রেম যে আমার ধন্য।
অভিনন্দন অভিনন্দনে  ভালো লাগে
খেয়ালি প্রাণের আলোর পরশ মাগে।


পিকলু চন্দ
০৫.০৭.২০২০
( "আপনাকে এই জানা আমার ফুরাবে না
    সেই জানার ই সঙ্গে সঙ্গে তোমায় চেনা"


কবি সুমিত্র দত্ত রায়ের, রবি ঠাকুরের উদ্ধৃতিতে, মনের মাঝে যে ভাবের সৃষ্টি হল, পাঠকের প্রতি ভালোবাসায় লিখা, তারই ছোট্ট প্রকাশ, দাদাকে প্রেরণার জন্য অনেক অনেক ধন্যবাদ)