বীর জওয়ান


মাতৃভূমির চরণ স্পর্শে ধন্য যাদের প্রাণ
অমর শহীদ ব্যর্থ নয় আজ তব বলিদান।
যাদের রক্তে সিঞ্চিত দেশ কত অভিমান
মায়ের চোখের সজল অশ্রু মলিন পরিধান।
রমণীর শোকে ধরণী কাঁদে নিয়তির বিধান
শিশুর ক্রন্দনে ধরণী লুটায়,(শোকে) ভাসে আসমান।
চির বিদায়ের মাঝে আজ শুধু প্রেম বেঁচে রয়
স্বপ্নের ছবি বয়ে নিয়ে রমণী কত ব্যাথা সয়।
কেউ জানে না আজ তার সৃষ্টি সুখের অন্ত
যেমন বয়ে চলে ঝর্ণাধারা অবিরল অনন্ত।
মধ্য গগনে আজ উদিত বীরশ্রেষ্ঠ দীপ্তিমান
রচিলে সে সৃষ্টির আকাশে ধ্রুবতারা কীর্তিমান।
শায়িত বীরের নিথর দেহ, চাহনি অবিকল
মাগিছে বিদায় যেন আজ সংকল্প অবিচল।
বাজিছে নিনাদ, বাজিছে ডঙ্কা, যুদ্ধ অবিরাম
গাহে জয়গান, শাণিত কৃপাণ, নাহি ভাবে পরিনাম।
প্রণমী ধরণী সহাস্যবদনে দিতে বলিদান
ললাটে তিলক অংকিত করি, বজ্র পরিধান।
নিথর দেহ ঘুমায়েছে আজ মাতৃভূমির ক্রোড়ে
শহীদ বেদীতে উজ্জ্বল বীর স্বীয় প্রণয় ডোরে।


পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা
২৩.০৮.২০২০