ভালোবাসার অঙ্ক


ভালোবাসা কখনো একপেশে হয় না,
আর হতেও পারে না!
বাউল এর গান যেমন সুরে ঢেউ তোলে
শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে তোলে,
সুর বাতাসে মিশে গিয়ে লীন হয়
দূর অনন্ত অসীমে।
কিছুটা শান্ত জলে-
তীব্র বেগে ভেঙ্গে পড়া এক ঝাপটা বাতাসের মতো
শান্ত মনে ঢেউ তুলে যায়।
মনের গভীরে দাগ কেটে যায়,
ঢেউ তুলে ধাবিত হয় কূলের দিকে-
জলোচ্ছাসে ভাসিয়ে দিয়ে আসে শুষ্ক ভূমিকে,
ঢেউ ফিরে ফিরে আসে আছড়ে পড়ে ডাঙায়,
মনের গভীরে ও প্রেম এমনি উঁকি মারে,
ঢেউ শান্ত হয়, মন ও শান্ত হয়,
ঝাঁকুনি দিয়ে, মনের পাতায় ছাপ ফেলে!


সে স্বাদের ঝাঁজ আমিও কয়েকবার পেয়েছিলাম,
কিন্তু তার ছোঁয়া কোনদিন জোটাতে পারিনি!
তার জন্য চাই অফুরান সময়।
ঈষৎ বাউন্ডুলে কাকের মতন,
সারাটা দিন ধরে বসে থাকতে পারে,
কান জ্বালিয়ে দিয়ে সামনের গাছে,
দেওয়ালে চিপকে থাকা টিকটিকির মতন!
অজুহাতে অজুহাতে ভরিয়ে, দিতে পারে
ঠিক সব প্রশ্নের উত্তর!
ভুলিয়ে দিতে পারে, প্রেয়সীর সব অভিমান,
তবেই সফলতা মিলে!
কিন্তু ভালোবাসা একপেশে হয়না,
হতেও পারে না!
অংকের দরকষাকষিতে হয়তো বা আলাদা হয়,
একপেশে হতেও পারে তখন!


পিকলু চন্দ
০৭.০৬.২০২০
জিরানিয়া, ত্রিপুরা।