ছলনাময়ী


কবেকার দেখা সে মনে পড়ে আজও
সে অস্পষ্ট আবছা অগুছালো স্মৃতিও।
কিন্তু চিঠির পাতায় উজ্জ্বল মুখখানি
আজও মনে পড়ে সে দৃশ্য অভিমানী।
ছলনাময়ী ছিলে তুমি শুধু মিথ্যাবাদী
অন্ত তোমার মিথ্যার -কি অবসরবাদি।
সে কুটিল ক্রীড়নক প্রেম আবেদন
আজও পড়ে (মনে)তোমার প্রেম নিবেদন।
তুমি বলেছিলে কতবার সে অজানা
ভালোবাসি, নিরুত্তর ছিলাম, না না না!
সম্বিৎ মানেনি সে বারণ, মিছে ভুলে-
তবে কি সে ভালোবাসা ছিল না-আসলে!


ভালোবাসি বলে কি সাহিত্য লিখেছিলে?
"গেজস হু" খামে লিখে চিঠি দিতে ছলে।
কত সুন্দর ছন্দে লিখা চিঠি পাঠাতে
বিমোহিত হতাম সে কল্পনায় ভাসতে!
বাঁধভাঙ্গা প্রেম উচ্ছ্বাসে ভাসিয়ে দিয়ে
ছলনাময়ী তুমি গেলে বিলীন হয়ে!
তোমার কল্পনা কেন বৃথা মনে আসে,
কুহেলিকা, সে বিরহের বৃথা আভাসে!
ধিক্কার, তুমি ছলনাময়ী নারী রূপে
জানিনা কত সে মজেছিল তোমার রূপে!!


মরশুমি প্রেমের শেষ লগ্নে দুপুরে
খুলে তোমার চিঠির পাতায় অবসরে।
বুকে নিয়ে বিছানায়, একাকী নিস্তব্ধ-
গেছে দিন বয়ে, কত জীবনের শকাব্দ!
উর্মির সে মন মাতানো মধূর তানে
কতকাল সে হারিয়ে গেছে (রস) আহরণে!
অজানা চিঠির সে ভুল ঠিকানা ছিল
জীবনের কিছু কাল সে কাড়ি নিল।
দেখে তার চেনা মুখ অচেনা সে ছিল
গৃহের ঠিকানা তার ই প্রেমিক ( মোরে) দিল!
ব্যথা ভরা গ্লানির সে কল্পনার ক্ষণ
আজও মনে পড়ে ভাবি সে বহুক্ষণ।
কেন তুমি বলো জাগালে সুপ্ত প্রাণেরে
দিলে তারে ব্যথা মিথ্যা প্রেমের প্রহারে।
নারী তুমি বড় কঠোর প্রাণহীন ছিলে
অকারণে কেন বল যাতনা সে দিলে!!


পিকলু চন্দ
১৭.০৫.২০২০
জিরানিয়া, ত্রিপুরা