ঘুমন্ত জীবন


কতকাল সে ঘুমায়ে ছিল
আবার সে ঘুমাতে জন্ম নিল,
কে বা তারে সে চিনিল  দেখি-
কে বা আসি বুঝি তারে সে জানিল।
অনন্ত জীবনের অসীম সে কথা
কেই বা বুঝিতে তাহারে পারে,
যত আছে প্রাণ এ বিশ্বমাঝে
কেউ বা আসি কুড়ায় তাহারে।
ঘুমায়ে সে থাকে মায়ের জঠরে
ঘুমাতে সে আসে ফিরে জীবনে-
চক্রব্যূহর অনন্ত সে যাত্রা
বিচলিত হয় মৃত্যুর স্মরণে।


জাগাতে তাহারে কেউ সে পারে না
জেগে সে ঘুমায় জীবন  অঘোরে।
জ্ঞানের আলোতে করি জীবন যাজন
পাপ অজ্ঞানের ডুবে সে আঁধারে।
জগৎ সৃষ্টির যত প্রাণী আছে
দম্ভে তারা অন্ধ হয়ে বাঁচে।
জ্ঞানরাশি যত হেলাতে হারায়
মোহের আবেশে ভাসে সত্যেরে ভুলি পাছে।
যাহা আছে তা পড়িরবে লুটায়ে ধরণীতে
শূন্য ভাড়ার শূন্য রবে উড়বে ধূলিকণা
মিশবে গিয়ে ধরা তলে উড়তে গেলে আকাশে
মিছে কেন ঘুমের ভানে করছ আনাগোনা।
ঘুমায়ে আছিস ঘুমায়ে রবি কাল সে হলে ভোর
তোর পানে তো কেউ চাবেনা তুই সে হবি দূর!
জীবন যাত্রা পথের পথিক সবি কেউ হবে না সাথী,
তুই সে রবি একলা পড়ে কাটলে না সে আঁধার ঘোর।


পিকলু চন্দ
১২.০৬.২০২০