গুটের মেলা


গুট পাকানো গুটের মেলা
উট পাখিদের দেশে,
যেথায় যাই গুটের খেলা,
সবাই দেখি ঐ হাসে।


নাম না জানা গুটের রাজা
ছদ্দবেশী সেনা পুষে,
সঠিক কথা বললে সাজা
সবাই ভয়েই তোষে।


পেটের জ্বালা যতই থাক
পিঠের বোঝাই মান,
আত্মসম্মান চুলোয় যাক
ধুলোয় গড়াক প্রাণ।


উনুনের হাঁড়ি বন্যায় ভাসে
সাগর সন্ধানে ত্রাণ-
গুট পাকানো বাঁদর হাসে,
নিতে আরো, বলিদান!


অতি ভক্তিতে বিভোর কেষ্ট
হেলায়, সত্যের ঠাঁই,
বাঘহীন বনে শৃগাল শ্রেষ্ঠ,
জয় জয় বলা চাই।


পিকলু চন্দ
জিরানিয়া, ত্রিপুরা


(এখানে গুট শব্দের অর্থ দল