জীবন বসন্ত


ভালোলাগা দ্বিধা রূপে আসে চুপিসারে
ভালোবাসা খাঁটি হয় প্রেম অভিসারে।
ভালোবাসা ভালোলাগা কিসে তার জয়
উদ্বেলিয়া অন্তহীন উদ্ভাসিত হয়।
কঠিন সে বস্তু বটে বুঝে নিতে হয়
ভুলে তারে নিলে মনে ব্যথা বড় রয়।
অমনি সে চলে আসে লুকোচুরি খেলে
ভাবের দোলনা দোলে অন্ধকারে ছলে।
পথ তার একি দিকে গতি ভিন্ন হয়
মিলেমিশে একাকার পিছে পড়ে রয়।
ক্ষণস্থায়ী ভালোলাগা কিছুকাল থাকে
ভালোবাসা চিরস্থায়ী কল্পনায় রাখে।
খাঁটি সে অমৃত সুধা তপস্যাতে মিলে
নিভৃত বাঁচে সে স্মৃতির চরণ তলে।
প্রাণের আসন পাতি কুসুম ছড়ায়ে
বরি তারে নিতে হয় দুহাত বাড়ায়ে।
বড়ই মধুর তার কল্পনা মিলনে
স্বর্গ সুখ মিলে সে, হিয়ার আলিঙ্গনে।
কাঙ্গাল সে নিঃস্ব হয়ে ফিরে দ্বারে দ্বারে
বিলাতে সৃষ্টিসুখ অন্তরে বাহিরে।
শান্তির সে দূত হয়ে আসে চিরতরে
জীবন বসন্তেরই ফাগুন আবিরে।


পিকলু চন্দ
28.05.2020