কল্পনা সে মূর্ত প্রতীক


জানি কল্পনা সে মূর্ত প্রতীক
ওগো আমি যে তোমায় ভালোবাসি।
আমি আস্তিক হেরি নয়ন ভরি
আমি তাই সে তোমায় ভালোবাসি।
দূর সাগর ঐ গগন-পারে
রেখেছো একটি প্রদীপ জ্বালি।
আমি আস্তিক তোমায় ভালোবাসি
ওগো আমি চাই সে নয়ন মেলি।
দূর গগন ঐ নীলের মাঝে
ওগো আমি তোমায় খুজেই ফিরি!
সবুজ বনের ঐ শিশির বেশেই
পল্লব বেয়ে মুক্তা হয়েই ঝরি।


পবন বেগে তুমি প্রানের মাঝে
নবীন সাজে করছো ঘোরাঘুরি।
আমি অবাক হয়েই তোমায় হেরি,
তোমার অস্তিত্ব গোপন করি।
তব চির নবীন খেলার মাঝে
গোপন মনের গোপন কথায়,
জীবন পথের মিলন মেলায়
চেপেছি তোমার নয়ন ভেলায়।
আজ অন্তর হতে বাহির পথে,
ছোটাও সে তুমি দূর কঠিন পথে।
দৃশ্য হতে অদৃশ্য মাঝে, বহুদূরে
ভুলাও তুমি মোরে মুক্ত হতে!


বাঁধন সকল ধুলায় লুটায়
মুক্ত হতেই ফিরে সে তাকায়!
ফের বন্দি হতেই স্বপ্ন সাজায়
মুখের পানে চোখ মেলি চায়!
ঐ সকল খেলার গোপন রথি
ওগো আমি তোমায় সে ভালোবাসি।
আমি আস্তিক হেরি নয়ন ভরি-
আমি তাই সে তোমায় ভালোবাসি!


পিকলু চন্দ
২১.০৮.২০২০
জিরানিয়া, ত্রিপুরা