লুপ্ত চেতনা


অন্যায়ের কারা শৃংখলে বেষ্টিত আজ
অভুক্ত প্রাণ, বৃহন্নলা সাজে সমাজ।
লিপ্ত রসনার পূর্তিতে নিরব বাঘিনী
কুটিল চক্রান্তে আবির্ভূত পিশাচিনী।
বিস্তারবাদী বিকারগ্রস্ত নগ্নরূপ
রনাঙ্গনে ভূলুণ্ঠিত, ন্যায়ের স্বরূপ।
রূপান্তরিত আর্তনাদে, ভগ্নহৃদয়
ভেদিবে কি জ্বালামুখী বীর ধনঞ্জয়!
অসহায় বিহ্বল নৃত্যাঙ্গনা ঊর্বশী
পরিবে কি তার আভূষণ (ইন্দ্র সভায়) ফিরে আসি।
মত্ত গিরিরাজ শুন্য মাঝে দম্ভভরে
উন্মত্ত রত্নাকর ব্যর্থ গর্জন করে।
মাঝে মাঝে ঐ বিদ্যুৎ ঝলসে উঠে
পবন তাণ্ডবে হাহাকার রব ফুটে।
রুধিবে কে তায় স্বীয় ধ্বংসলীলায়
শৃগাল শকুন মৃত্যু মিছিলে সে ধায়!
লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে
পুড়ি ছারখার হবে মত্ত রোষানলে।
কাঙ্ক্ষিত উজ্জ্বল স্বপ্ন মাত্র পরিহাস
লুপ্তপ্রায় চেতনা কি ফিরাবে বিশ্বাস!


পিকলু চন্দ
২৩.০৬.২০২০