মাতাল শ্রাবণ


মিলন সুখের কল্পনাতে আজ সপনে
দোলায় দোলায় ভরিয়ে দিয়ে আজ প্রাণে।
ছুটতে আমার নীল আকাশ মাঝে হারিয়ে
যেতে দূর ওই চাঁদের দেশে পথ হারিয়ে।
আজ শ্রাবণে মন বসে না একলা ঘরে
ছুটতে যোজন তোমার সনে বায়না ধরে।
প্রাণের সখির ছোয়ার লাগি আজ কাননে
মনের মাঝে হারিয়ে যেতে আজ শ্রাবণে।
বৃষ্টি ভেজা ঐ ভর দুপুরে একলা চলে
মনের সুখে আজ শ্রাবণে একলা ভুলে।
গানের সুরে তাল মিলিয়ে দূর গগনে
ভেলায় চড়ে দূর সাগরে আজ শ্রাবণে।
প্রাণের শীতল ছোঁয়ার লাগি এই ভুবনে
মাতাল শ্রাবণ ঝরছে আজি এই পরানে।।


পিকলু চন্দ
১৭.০৭.২০২০
জিরানীয়া, ত্রিপুরা