প্রশ্ন


ধুসর প্রান্তর কত খুঁজেছি জীবনে
পার করেছি রাত্তির ভোরের সন্ধানে।
বাস্তব আর স্বপ্নের নিবিড় বন্ধনে,
হার জিত দেয়া নেয়া হাসির ক্রন্ধনে।
হিসেবের খাতা খুলে দেখি পিছু ফিরে
ভাললাগা দিনগুলি খুঁজি যে অন্তরে।
ব্যাথার প্রলেপ সে স্বপ্ন বুনা দিনগুলি
অলীক সংগ্রামের তাজা পলগুলি।
নেই হেরে যাওয়ার ভয় বিজয়ের-
উল্লাস, নেই হিসেব কোন সময়ের।
আজও মনে পড়ে ঘুম জেগে উঠা-
রাত্রির কথা, অজানা লক্ষ্যপথে ছুটা।
হয়েছি কি শেষ আজ জীবনের প্রশ্ন
খোঁজা, নিজেকে নিজেই সুধী প্রশ্ন!
কিসের সন্ধানে পথচলা, কারে খোঁজা,
কি কারনে বারে বারে জীবনেরে যোঝা?
প্রাপ্তির জৌলুস হেরে যাওয়ার ব্যথা,
মৃত্যুর হাতছানি সে কি আনন্দ গাঁথা!
কিছু বিস্মৃত স্মৃতি ফেলে আসা দিন,
যেন সদ্য ফোটা ফুল হয়নি মলিন।


পিকলু চন্দ
২৫.০৯.২০১৯