শহরের ফুল বনের ফুল


ও সই তুমি বনের মাঝে
কিসের লাগি থাকো!
আইসো তুমি আমার সনে
দুদিন পাশে থাকো।


বড় সাহেবের ফুল বাগানে
বড়ই ভালো লাগে।
সূর্যমুখীর বহর দেখে
স্বপ্ন আমার জাগে!


দেশ-বিদেশের কত লোক
চেয়ে তাদের দেখি!
মনের সুখে হারিয়ে গিয়ে
মনের সুখে থাকি।


লাল গোলাপি পুষ্প তুমি
রূপের বাহার কত!
একাই থাক মনের দুঃখে
কিসের ব্রতে রত!


ও সই তুমি বনের মাঝে
মিছেই রোদে পোড়-
একাই তুমি হারিয়ে যাও
একাই তুমি ঝরো!


পিকলু চন্দ
জিরানিয়া, পশ্চিম ত্রিপুরা
২১ পৌষ ১৪২৭