স্বপ্ন যদি মিথ্যে হয়


বল হারি যদি নিজ কাজে
প্রতিবাদ করি কি বলে!
সঙ্গ যদি ছাড়ে কেহ
রাখি তারে কি বলে!


জীবনের যত অপবাদ
নিরবে তারে সহিব।
স্বপ্ন যদি মিথ্যে হয়
বল কি করে তারে ধরিব!


গোপনে অতি সংগোপনে
নিয়তিরে দোষী একা,
যত ব্যথা প্রাণে লাগে
বলি তারে কেমনে সখা।


লাজে শুধু মরি মরি
আঁধারে সে খুঁজি দিশা,
কেমনে সে ভুলি তারে
ভাবি বসি দিবানিশা ।


খেলা ঘরে খেলা শেষে
পড়ে রয় ঘটি-বাটি।
ক্ষণিকের মিছে আশা
দূরে কত জীবনের ছুটি!


পিকলু চন্দ
জীরানিয়া,ত্রিপুরা।
09.04.2021