শ্রাবণী


শ্রাবণী তোর অনেক কাজ
তুই যে মায়ের আশা,
জীবন নদীর হারানো স্রোতের
সাগর ভালোবাসা।
শ্রাবণী তুই হারানো পথের
নদীর সুপ্তধারা
অধীর আসার স্বপ্ন যে তুই
অশ্রু সজল ধারা।
রিক্ত হাতের দীপ্ত প্রদীপ
আশার কিরণ শুভা
জন্মই তোর হয়েছে বুঝি
করতে ভুবন আভা।


মৃত্যুই তোকে দিয়েছে প্রাণ
চেয়েছে চোখ মেলি
নিরাশার সে গল্প কেমন
উঠেছে হঠাৎ খেলি।
বড় হয়ে তুই মানুষ হবি
সবার স্বপ্ন তাই,
দিদি বলেছে ডাক্তার হবি
কাজটা কঠিন ভাই।
স্বপ্নে রে তোর জিততে হবে
কল্পনার ঠাই নাই।
পিছুটানের প্রাচীর ভেঙ্গে
গড়তে তফাৎ টাই।


আমার কাছে হুইলচেয়ার টা
বড় বাস্তব মনে হয়,
স্বপ্ন আশা নিয়ে দিদি তোর
একাই বসে রয়!
ওর মনের স্বপ্ন মনেই
থাকে, কথা নাহি কয়
শুধাতে কিছু নিরাশার গল্প
শুধুই ব্যথা সয়।


খুলতে দুয়ার ভয় যে লাগে
দূর পথ পানে চেয়ে
ছুটতে হবে হাজার যুজন
জীবন যুদ্ধ জয়ে।
শ্রাবণী তুই বাস্তব ছবি
মায়ের ভালোবাসা
আঁকতে রঙ্গিন স্বপ্ন ছবি
তুলির  টানেই ভাসা।


পিকলু চন্দ
২৮.০৪.২০২০