শ্রদ্ধা সুমন


কাঙাল আজিকে তুমি কত অনাহারে
সৃজিলে অমর কাব্য মর্মে যতন করে।
দিলে পৃথিবীরে কাব্য অমর দান
করি প্রণাম তোমায় কবি, "হে মহান"।


জীবনে দুর্লভ যত মহিমার তরে,
গেলে একে একে সব সমর্পণ করে।
পৃথিবীর যত অধিকার হেলাভরে-
ছাড়ি বেছে নিলে তবু পথ চিরতরে।


দর্প তব শিখর সম সে মর্মবাণী,
ভেদিলে অটুট লক্ষ্য কাব্য বাণ শানি ।
রোধিলে হাজার বলি সত্যের প্রচারে,
বরিলে জীবন কারা ন্যায়ের বিচারে।


অর্জিত রতন যত দিলে অকাতরে
জাগাতে আশার বাণী শোনাতে বধীরে।
কল্পনা মন্থন করি কাব্য 'রে সৃজিলে
দিলে নিজেরে আহুতি যজ্ঞ রোষানলে।


নন্দিত কবি হে,তুমি বন্দিত সমাজে,
আজি তব জয় গান চারিদিকে বাজে।


পিকলু চন্দ
০৪.০৫.২০


ভুলের বসে হারাই পাছে
কিন্তু তাই সে হলো পাছে,।
কিছু পেলাম,তাই দিলাম
শ্রদ্ধা সুমন, লহ প্রণাম।
( কাজের ফাঁকে হারিয়ে গেল, কিছু পাতা খুঁজেই পেলাম না , মর্মাহত হলাম,মনে পড়ে গেল জীবনের অনেকটা দিন হারিয়ে যাওয়ার কথা।সময়টা খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে জানিনা কি হবে শেষে)