সুপ্রভাত


সুপ্রভাত বলি,তবু কেন যে বুঝিনা
সারাদিন ছুটে যাই কিসের তাড়না?
খেটে খেটে হয়রান মুখখানি ম্লান
এই বুঝি হলো আজ দিশার নিদান।
অদ্ভূত আবদার শেষ হয় শুরু,
তৃষ্ণায় হিসেব দিতে খুঁজে পায় মরু।
গোধূলি মিলায় ধীরে আধারের কোলে
যেন ক্লান্ত শিশু (ঘুমায়) মায়ের আঁচলে।
নিস্তব্ধ আকাশ, তারা গুলো শুধু হাসে,
সমুদ্রের তীব্র ঢেউ মজে ক্রীড়া ত্রাসে,
তন্দ্রায় স্বপ্নের ছোঁয়া টেনে আনে পাশে
এক নিষ্প্রাণ নিশ্চুপ নিভৃত বিশ্বাসে।


ভোরের প্রথম আলো জাগায় আভাস
স্নিগ্ধ শিশিরের স্বচ্ছ, হীরক উল্লাস!
ক্লান্তির স্ফটিক ছবি রোদ্দুরের তেজ,
খবরের শিরোনাম কফির আমেজ!
সব একপ্রকার শুধু একরাশ আশা
অগোছালো জীবনের শেষ অংক কষা।


পিকলু চন্দ
০৭.০২.২০১৯