উতলা প্রাণ


রিম ঝিম  বৃষ্টি
কাছে নেই দৃষ্টি।
কিসে ভুলে মন ছাই
আলসিতে তুলে হাই।
দিন রাত পাত করি
মনে মনে বাত করি।
শুধু ভাবি একটানা
ভুলে ভরা পথ খানা।
ভেবে ভেবে হয়রান
উতলা যে মন প্রাণ।
প্রন করি নিশ্চয়
তবু বড় মনে ভয়।
প্রশ্ন যে ধেয়ে আসে
নিয়তি সে দেখে হাসে।


পিকলু চ্ন্দ
জীরানিয়া,ত্রিপুরা