একদিন ধরে নাও , রবো না ধরায় ।
ধরে নাও মাঝরাতে একা
তুমি শোকাহতা
কোলে নিয়ে তোমার সরোদ
সুর তোল শোকে-- নীলাম্বরী
না কি ওটা বাগেশ্রী কানাড়া ?


আমি মরে গেলে প্রিয়তমা
দুঃখের গান তুমি গেয়োনাকো ।
কোরোনাকো গোলাপ রোপন
সমাধি শিয়রে ।
কিংবা কোনো ছায়াতরু -- প্রয়াণ-প্রতীক !
তার চেয়ে থাকুক কবরে
শ্যাওলায় ছাওয়া
অযত্নে লালিত কিছু বুনো ফুল ,
কিছু তৃণ ,
কিছু দুর্বাদল
অমল - বৃষ্টিতে ধোওয়া
অথবা সে ভোরের শিশিরে !


তুমি যদি চাও , ভুলে যেতে পারো ।
যদি চাও , মনে রেখে দিও ।


মত্যুর পরে
আমি নয় ; আমার শরীর আজ --
শায়িত কবরে !
ইচ্ছে ছিল , যেখানে কবর হবে
শেষবার সে মাটিতে জল দিয়ে যাই ;
আকাশের ছায়াঘেরা ধরাটিরে হেরি !
ছুঁয়ে দেখি বৃষ্টিবিন্দু
শিশির - শীকর --!
একবার !
বুলবুল এসে গেয়ে যাক
অকারণে বেদনার গান ।
কিংবা স্বপ্নচোখে দেখে যাই শেষবার গোধুলির আলো---
প্রদোষের না কি প্রত্যূষের ?
আহা !! সব ই একাকার !
আমার দুচোখে আজ সব ই তো সমান !


এই সব !
এই সব---হয়তো বা মনে পড়ে যাবে
হয়তো বা কিছুই রবে না
হয়তো বা শুধু বিস্মরণ !
আমার মৃত্যুর পরে