বোশেখ গিয়ে জষ্ঠি মাস !!
কি যে এলো " ভ্রাতৃরাশ " !!
তার ভয়ে এই গরমে
মুখ ঢেকে রই শরমে !!
কালবোশেখি এলোটা কই
সব তো দেখি চরমে !!


আম আসেনি বাজারে !
কিন্তু আবার শুনছি এখন
দীঘার কাছে হাজারে
আমপানারা ক্যাম্প গেড়েছে -
আজকে খবর তাজা রে !!


আমপানা না আমপানি
কেমন ধারা কী জানি !!
বহুৎ তারা কী খচ্চর ?
কেবল ভাঙে মাটির ঘর ?
সঙ্গে থাকে চায় পানি ?
নাকি কেবল কথার ঝড় ?


আর
আমরা যারা হাজারে
এমনি তে তো কাটছি সাজা
চাল চুল নাই গরিব প্রজা !
করছি যাহা বলেন রাজা ।
তার উপরে আসছে যা যা
সাজার উপর সাজা রে !!