অনিন্দ্য'র জন্মদিনে --


আজ আর
মুখ ভার নেই , হাসছে ডালাস্ !
আজকে সিওর খুশীর আকাশ !
যদিও আছিস্ সুখে বারো মাস ,
আজকে স্পেশাল , ভালো ই কাটাস্ !!


দিনটা আজকে একদম খাস
কর্ না চেষ্টা ছুটি যদি পাস্ ,
আজকে না হয় অফিস না যাস্ !!


তার চে' বরং , এক কাজ কর্
পার্টি এরেঞ্জে তানিয়াকে ধর্ !
কেক টেক আজ সে নয় কাটুক্
নাতি নাতনীরা হোক্ না পেটুক !!


মাসীমা মেসোরা আশিস জানান
ত্যাগ ক'রে ভয় সুইট ও খান !


নাই বা গিললি আজ ছাই পাঁশ !
ওইগুলো খেয়ে কী যে সুখ পাস্ ?
তার চে' বরং রাবড়ি টাবড়ি
ডালাসে কি পাবি ? খাস্ যদি পাস্ !!


কাছে পিঠে কোনো রেস্তোঁরা যাস্ !
যদি থাকে পথে ট্র্যাফিকের রাস
বাইরের থেকে খাদ্য আনাস্ !
সব্বাই মিলে ঘরে ব'সে খাস্ !!


আজকে যে তোর জন্মের দিন
বাজারেতে গিয়ে প্যান্ট শার্ট কিন
স্টিরিওতে আজ জোরসে বাজাস্
বিদেশী বাদ্যবৃন্দ !
আনন্দে কাটা আজকেরো পর
ভালো থাক তোরা বছর বছর
তুই না পুত্র অমল সেনের
আমাদের সেনানিন্দ্য !!


প্রাণভরা আশীর্বাদ নিস্ !
পিসি ও পিসো ,
আশাবরী
কলকাতা ৮৪