যখন ,
লেগেছে আগুণ দামে মাংসের বাজারে
আহা কি শোনালে ভায়া , এ খবর তাজা রে !
(ক'য়দিন ধ'রে সেই,)
হেঁসেলেতে নিরামিষ চলে এক নাগাড়ে ।
চলো যাই , বোচা বাবু ! ঘুরে আসি ভাগাড়ে ।
ওই খানে শুনছি তো , কিলো প্রতি চল্লিশ !
প্যাক করা বোনলেশ ! সুযোগ কোরো না মিস্ !
(ঠিক বটে নেয় দাম ,ওদের কি কম কাম
সে দিকে দেখতে গেলে নিচ্ছে তো ঠিক দাম !)
(যদিও)
ডাইরেক্ট পাওয়া ভার । মাঝে আছে লিঙ্কম্যান ;
চাম কাটো , হাড় বাছো ,হ্যাপা বহু ! লরি ভ্যান--
সে সবে খরচা আছে -- এমনিতে হয় না !
(তাই,বলে দিতে হয় ভাই )
আগে থেকে কত চাই -- দিতে হয় বায়না ।
খুচরো বিক্রি নাই ! রেস্তোঁরা হোটেলে
পাইকারী সাপ্লাই ! হাড়গোড় না ফেলে !!
আমাকে খবর দিল , ও পাড়ার শকুণে
' দ্যাখো যদি পেয়ে যাও দাম দিয়ে দুগুণে !
চুপি চুপি বলেছিলো নেড়ি আর শেয়ালও !
খেয়ালটা করিনিকো ! (কিন্তু) কানে শোনে দেওয়ালও !!
শস্তা রবে না আর জানাজানি হলে সব !
শু্রু হবে অমনিতে মিডিয়াতে কলরব !
যাও যাও এক্ষুণি -- আমরা তো পাই না !
(অন্তত ) হাড়গোড়গুলো রেখো , চর্বিও চাই না !!
বরং ,
বলে দিও কানে কানে ডেকে কওসরকে
' ব্যবসা চলবে ভালো যোগ রাখো মর্গে ।
খূনো খুনি বেড়েছে তো গাড়িচাপা রয়েছেই
সুইসাইডের লাশ কাটা-ঘরে যাবে যেই
অমনি হাপিস কর ডাক্তারে দিয়ে ঘুস
মানুষের মাস পেলে খদ্দেরও হবে খুশ ।।
চলবে যে আরো ভালো কষাই-এর ব্যবসা
আর রাখো উঠাবসা - নেতা-দাদা ভরসা !!
তাছাড়া , আমার আছে আরো পরামর্শ
মানুষ মরে না সোজা ? হ'য়োনা বিমর্ষ !
কোনোমতে মিশাইও বিড়ালের বিষ্ঠা
মনুষ্য খাদ্যেতে ! -- হারায়োনা নিষ্ঠা ।
ঠিক দ্যাখো দু-দনেই টক্সোপ্লাজ্মোসিস্
আমিষ বা শাকাহার খাক্ না সে নিরামিষ !
তুলিবে পটল দেখো করিয়া টকাস্ !
পুরিবেই মনষ্কাম - পূর্ণ হবে আশ !