যখন বলেন ভাষণ দেবো
তখন আমার বুক কাঁপে !
আবার বুঝি ফেলতে যাবেন
জনতাকে কোন চাপে !!


সেবার ওর'ম সন্ধে ন'টায়
বলেছিলেন , ' সময় চাই !
কালো টাকা কোরবো সাদা
এবার যদি সুযোগ পাই !


বন্দী তিনি করেছিলেন
সেবার গরিবজনের নোট !
বড়লোকের হয়নি কিছুই
বুকে তো কেউ পান নি চোট !!


এবার ভাষণ তেমনটা নয়
বন্দী এবার করতে চান --
করোনা এক ডাইনী এসে
খাচ্ছে গিলে মানুষ জন ।


ছেলে বুড়ো যাকেই পারে
ধরছে তাকে খপ্ করে
বেরুলে কেউ রাস্তাঘাটে ।


" বন্দী থাকুন তাই ঘরে !! "


ভাষণে তাঁর যাহাই থাকুক
কথাটা তো মন্দ নয় !!
দু-চারদিন বন্দী ঘরে
থাকলে এমন কী আর হয় ?


ঘরপোড়া ঐ গরুর মত
সিঁদুরে মেঘ দেখছি যে ই
" বন্দী ' শুনে চমকে উঠি
আসছে না তো
সেদিন সে ই ই !!


' ঘরবন্দী ' - ' নোটবন্দী '
কিন্তু দুটো ভিন্ন জাত !
বিরোধীরা আজকে নাহয়
দিলেন ওনার সাথেই সাথ !