বুবুন-আশিসের বিয়ের দিনটা
(২৯-০২-১৯০৪) মনে রেখে --


লিপ ইয়ারে করলে বিয়ে
খরচা অনেক কম !
বছর বছর বিয়ের তারিখ
আসছে না একদম !!
উনত্রিশ সে এমন তারিখ
ফেব্রুয়ারি মাসে ।
একটি বারই বেচারা সে
চার বছরে আসে ।
কিন্তু মোদের বুবুন মা'টি
সে কথা কি মানে ?
ফেব্রুয়ারির শেষের দিনই
বাৎসরিকী জানে !!
তার কথায় --
" সংসারে কি কম ঝামেলা
হোক্ না যতই ছোট !
এটা ওটা লেগেই থাকে
নিত্যি খটোমটো !!
মেয়ের দ্যাখো পরীক্ষাটা
কালকে থেকে শুরু !
(মেয়ের থেকে মায়ের বেশি
বুকটা দুরু দুরু !!)
এখন ও ঠান্ডা আছে
দিল্লী গুরুগ্রামে !
মাসী বুঝি কামাই দিল ,
আসলো না আর কামে !!
সব কাজ তো সারতে হবে
একলাহাতে সেই !
দু-জন মিলে ঘুরতে যাবো
সময়টা পাই কই ?
আজকে তবু একটা সে-দিন
ফেব্রুয়ারীর শেষ !!
দিনটাতে আজ এখনো পাই
সেই সেদিনের রেশ !! "


*****************************
আমরা যারা  কাকু ,মাসী,
দিতেই ভালোবাসি
ফেব্রুয়ারী ফুরিয়ে গেলে
আশিস রাশি রাশি !!
-- ইতি কাকু , মাসী
২৮-০২-২০১৯,
কলকাতা