দেখে শুনে পাচ্ছে হাসি
পাঁচিল ডিঙোয় বাঘের মাসি !!
সি বি আই-র রকম সকম
বেড়াল মূষিক জেরী ও টম
চিদাম্বরম্ চিদাম্বরম্ !!


একমেব কার্তি - ছেলে !
ঘুষ খেয়েছে ? - দাও না জেলে !
এতে আবার নতুনটা কী ?
সবাই ঘানি পিষছে নাকি ?
শাস্তি এখন নাই সেরকম !!
যাক্ ! দেখা যাক্ ! কার কত দম ।


(ওই যে )মহিলা এক -- আছেন জেলে --
জিগেস্ ক'রে কী সব পেলে ?
বিচার কাজীর দেখনু কত !!
আমরা কী আর বোকার মত ?
দুধ খেয়ে তো গোঁফ মুছে নিই !
( ঘুষ) খাওয়ার আগেই ঘুষ দিয়ে দিই !!
তাছাড়া ,
আমরাও বা কম কি সবল ?
সিঙ্ঘ্বী আছেন , কপিল সিবল !!
তোমাদের আর কী যে বলি
(ভেবেছো আমরা)
ঘাসেতে মুখ দিয়েই চলি !!
(আর)
সে কথাটা ওঠেই যদি
অমন আছে নীরব মোদী !
অমন আছে ললিত বিজয় !!
ঘুষ খেয়েছি , বললে কী হয় ?
এসব দেখি প্রমাণ কর
তারপরে তো কাউকে ধর !!
ধরুক দেখি কার কত দম !
চিদাম্বরম্ ! চিদাম্বরম্ !!


( পড়ার সময় ছন্দ বজায়  রাখতে চাইলে , ব্র্যাকেটে রাখা কথাগুলো মিউট করে পড়ুন।)