দিচ্ছে দুয়ো খুব হেসে
রাশিয়া , চীন , ইউ এস এ
ভারত কী আর এমন দেশ !!
নাসার নেশা ! এরোস্পেস !!


কোন্ সে আটা ময়দা খান !
পাঠায় চাঁদে চন্দ্রযান !!


( শরৎবাবু পড়েন নি ?
অভাগীর ঐ স্বর্গেতে ?
মরেছে মা ? দাও পুঁতে !
নইলে পচুক্ মর্গেতে !!
আমরা হলুম জাত উঁচু !
মরলে পরে , তাই ,শ্মশান !
ওরা কী আর বামুন কায়েত
মড়ার মুখে আগুন চান ?
নয় তো ওরা মানুষ ঠিক্ !!
নদীর পাড়ে কবর দিক্ !! )


আমরা হলাম উন্নত !
( ওরা ) জোর যে দেখায় কার মত ?
হেসে তো আর বাঁচি না !!
চাঁদে নাকি রাখবে পা !
ওদের আবার শখ কত !!


তবুও ,
সাধ হোলো খুব ইসরোর ও
ছুঁয়ে দেখে চাঁদটাকে !
বাধ সাধিলেন ঈশ্বর ও !
দোষ দেবে কি ভাগ্যকে ?


বাড়াতে সে দেশের মান
উড়িয়ে ছিল চন্দ্রযান !!
দু-দশমিক এক কি মি
থাকতে বাকি যায় থামি !
খবর টবর দেয় না আর
ঘরের ছেলে বিক্রম ও !!


রইলো মনে ইচ্ছেটা
খোকার কপাল থাক্ ফাঁকা !
পরিয়ে দেবোই চাঁদের টিপ
একদিন না একদিন ও !!