একা রামে রক্ষা নাই , সুগ্রীব দোসর ! এমনিতে
করোনার ভয়েই জড়োসড়ো , তার উপর সোয়াইন ফ্লু !!
রোগ ব্যধি নিয়ে মজা করা খুব খারাপ । কিন্তু জীবন থেকে হাসি উধাও করাটাও কোনো কাজের কথা নয় । তাই ভয় টয় না পেয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা চালিয়ে যান । সব জ্বরজাড়িকেই করোনা বা সোয়াইন ফ্লু ভাবার কোনো কারণ নেই ।


দু দিন ধরে ভীষণ কাশি
কোবরেজে কন, হুপিং কাশ !
মধু মেড়ে বাসক পাতার
রসেই হবে এর বিনাশ ।


এবার এলেন এম বি বি এস
বলেন তিনি , বলেন কি !
আগে দেখুন কেমন কাশি
থাকেন রোগী ফরেন কি ?


জ্বর যদি হয় বেহুঁশ এবং
মাথা ছিঁড়ে যন্ত্রণায়
গায়-পড়ে কেউ দাওয়াই দিলে
ভুলোনা তার মন্ত্রণায় ।
চাইনিজ বাম কেউ যদি দেয়
চাই না ব'লে দ্যান ফেলে ।
ভেজাল শুনি ক্যালপলেও --
ভুগতে হবে ওই খেলে !


শুনলাম এই রোগ এসেছে
মাও -সে- তুঙের দেশ থেকে ।
কিচ্ছু বোঝা যায় না শুনি
চক্ষু , নাড়ি , জিভ দেখে ।


দেখতে লাগে শান্ত এ রোগ
কিন্তু ভারি মারাত্মক !
তবু ' ভয়ের নেইকো কিছু '
বলেন কিছু আহাম্মক ।


খতিয়ে দেখে খবর টবর
বলেন কবি অশ্বঘোষ ,
রোগ নিরাময় হাতের মুঠোয়।
আপনাদের ভাই ওই তো দোষ !!
বাজারেতে নাই বা পেলেন
মাস্ক বা মুখোশ যাই বা চান
ঘরে কি নাই কাপড় ছেঁড়া
তাই দিয়ে তো মাস্ক বানান ।


মুখে যদি গামছা বাঁধেন
ফাঁক দিয়ে জার্ম গলবে না ।
ভাইরাস নয় সূক্ষ্ম তেমন
ভাবছ কেন চলবে না ?


সলা দিলেন আরেক নেতা ,
হাঁচতে করুন কনুই ভাঁজ ।
বক্তা এবং শ্রোতার মাঝে
ফারাক রাখুন মিটার পাঁচ !
আমরা সবাই সঙ্গে আছি
হাত তোমাদের ছাড়বনি !!
কিন্তু বাপু , এখন আমি
মাস্ক বিলোতে পারব নি !!