যাচ্ছে বোঝা ম্যাডাম নেচার
করতে পারেন মর্জি যা তার !
যেমন খুশি কালবোশেখী
যখন খুশি বৃষ্টি খরা ,
যখন খুশি ঘাম ঝরাবেন
ইচ্ছেতে তার বাঁচা মরা ।


গরমকালে লেপ কম্বল
চাইলে শীতে কাপড় সরান
বলুন দেখি জগন্নাথন
উনি
এমন সাহস কোত্থেকে পান ?


আমরা যেন হাতের পুতুল
বললে ' নাচো ' , নাচতে থাকি !
এই যে সেদিন আসল ফণী
রুখতে তুমি পারলেটা কি ?


পুরীতে তো তোমার বাড়ি
রেহাই পুরী পেলোটা কই ?
বুঝেই গে'ছি সার কথাটা
এ সবে হাত তোমারও নাই !!


এই দ্যাখো না , রথের দিনে
ভাবলো সবাই বৃষ্টি হবে
জিলিপি আর পাঁপড় ভাজার
মেলায় গিয়ে আছাড় খাবে ।


কোথায় বা মেঘ ! বৃষ্টি কোথায় !
জড়িয়ে গায়ে গগনবাবু
সদ্য কাচা উত্তরীয় -
( রবিন ব্লুয়ের ছোপ লাগা তায় )
হনহনিয়ে চললো কোথায় !!


ওই দ্যাখো না বৃক্ষগুলোর
জল না পেয়ে শুকোয় শেকড় ।
ফুটিফাটা মাঠের মাটি
মরতিছে কীট পোকামাকড় !!


ভাবলে না তো একটিবার ও
কেমন ক'রে শুকনো মাঠে
হল চালাবেন ভাই বলরাম
ভাবনাতে সেই দিনটা কাটে ।


দেব্তা কেমন বুঝতে নারি !
রথে চড়ে ঘুরছো ভারি !
ভক্ত তোমার কাঁদছে যখন
তোমায় কি মাফ্ করতে পারি ?