একটা তো দিন !বাজুক না মাইক
এক দিন নয় পটকা ফাটুক !
রামকুমার আর পান্নালালের
জ্ঞান গোঁসায়ের রেকর্ড বাজুক ।
পান্নালালের সাধ মেটেনি
আমাদেরো মিটলোটা কই ?
কানে তুলো দিতেই পারো !
উৎপাত নয় ঐটুকু সই !
রামপ্রসাদী হয় না তো আর
ঢাক ও বাজে সময় ধরে
আমরা যারা বুড়োবুড়ি
সে সব ভুলি কেমন করে ?
বাচ্চাগুলো আশায় থাকে
কালী পুজোয় পটকা ফাটায়
জল ঢেলে দি' কেমন করে
হঠাৎ করে তাদের আশায় ?
আজকে বাতিল শব্দবাজি
তুবড়ি হাউই দূষণ ছড়ায় ;
বাংলা গানে পুজোর সময়
কারু কারু কান ফেটে যায় !!
কোথায় থাকে শব্দদূষণ
ভোটের সময় প্রচারকালে ?
জিতলে পার্টি পটকা ফাটে
বোমবাজি ও দিব্যি চলে !!
ফুল ফোটারও শব্দে তোদের
কানের নাকি পর্দা ফাটে
বাজলে রেকর্ড রামপ্রসাদের
পুজোর সময় পাড়ার মাঠে ।
তাতেই তোদের গা জ্বলে যায়
তাতেই নাকি শব্দদূষণ ?
অথচ
পার্টির নেতা পাড়ার মোড়ে
বাজিয়ে মাইক দিচ্ছে ভাষণ ।


একটা তো দিন ! পটকা ফাটুক !
ভক্তিগীতি একটু শুনি
বসে আছি কবের থেকে
আসার আশায় - সেদিন গুনি !!
পস্টো কথা বলছি আমি
তোমরা আমায় ধরো মারো !
বছরে ওই একটা দিনে
ভাল্লাগে কি এমনতরো ?
এমনতরো শব্দবিহীন
এমনতরো নীরবতা ?
যা খুশি তাই বলতে পারো
এটাই আমার পস্টো কথা !!