এক রাণী , এক মন্ত্রী আর ইডির গপ্পো
-------------------------------------
এক ছিল রাণী , আর
এক ছিল মন্ত্রী ;
আর  ছিল মেসিনারি
চোরখোঁজা যন্ত্রী !!
সব্বাই ইডি বলে ,
ইডিয়ট তারা নন ,
তাহাদের ভয়ে থাকে
জোচ্চোর চোরগণ !!
একদিন ইডি এসে ,
বলিলেন , ' চলো যাই ,
দেখে আসি ' রাণীকুঠি '
সেথা যদি কিছু পাই !! '
লোক্যাল পাবলিককে পুছতাছ করলেন ,
-' রাণীকুঠি ' যেন কোথা ? '
লোক্যাল বললো ,
- ' নাকতলা ওই হোথা !
পুজো হয়  যেই খানে
সকলেই তো তা  জানে -
' রাণীকুঠি ' কাছাকাছি !
তা , কেন খোঁজো মিছিমিছি ? '
একজন বললো ,
- ' রাণীকুঠি একটা কী ?
আছে দশ বিশটা
দেখ খুঁজে পাও কি না
থাকে যদি নিষ্ঠা !!'
ইডি শেষ মেষ  বেশ কয়েকটা রাণীকুঠি খুঁজে পেল । ছানবিন  করে তারা দেখল -
সবক'টা কুঠিতেই
কাঁড়ি কাঁড়ি অর্থ !!
ইডি ছাড়া খুঁজে পেতে
আর কেউ পারতো ?
রাণীকে ধরে আনা হোলো , মন্ত্রীকে ধরে আনা হোলো ।
জেরা হোলো ।
জেরা হলে
রাণী বলে -
নোট সব মন্ত্রীর
ফাঁসিয়েছে বোকা পেয়ে
ওই  ষড়যন্ত্রী !
বলেছিল , কটি  মোর
অতি মহামূল্য
পঞ্চাশ ষাট কোটি
নয় তার তূল্য !!
আমার কুঠিতে তাই
ছিল  টাকা গচ্ছিত ;
ইডি যে করিবে রেড
এমত আচম্বিত
কী করে বুঝিব বল
নারী আমি অবলা ?
নিতম্বে যিনি মম
বাজাতেন তবলা
পেটে পেটে তাঁহারো যে
হেন দুর্বুদ্ধি !!
বলুন না মাই বাপ
কিসে পাবো শুদ্ধি ? '
এর পর,কি আর বলা যায় , বলুন ।
---------------------
অতি লোভে তাঁতী তাই
আজ বসে শ্রীঘরে
বোঝাটা উচিত ছিল
হেন পাপ যে করে
বিদ্যাটা চৌর্যের
সবচেয়ে   সেরা
ততদিন  নাচো কোঁদো
রহিলে অধরা !!