কবিতে কবিতা লেখে,
করে না চিকিৎসা ;
সেটা করে কবিরাজ !
অনুসন্ধিৎসা
যদি থাকে , দেখ খুলে
এক্ষুণি গুগুলে ;
ভেবো না তা নির্ভুল
গিলোনাকো তা'বলে ।
কত কি তো লেখা থাকে
খবরের কাগজে
সব কি ঢোকাতে হয়
বল দেখি মগজে ?
খুঁজে দেখ ডিক্সনারি
নারী নয় মোটেও ।
ওজনেই সেটা ভারী
দরকারী বটে ও ।
কোনো কিছু কিছুতেই
ঢুকছে না মাথাতে ?
উইকি পিডিয়া খুলে
লিখেছে কি পাতাতে
চট্ ক'রে দেখে নাও ,
তারপরে ঝগড়া
মনগড়া কথা কও
কেউ দিলে বাগড়া ।
তারপর বসে পড়
লিখে ফেল পদ্য ।
বমি কর খাদ্যটা
খেয়েছো যা সদ্য ।।
আটকেছে শব্দেতে
মিলছে না ছন্দ ?
তাই ব'লে লেখালেখি
ক'রোনাকো বন্ধ ।
মিত্রকে বলে দাও
দন্তটি কেলিয়ে
ইহা নব মাইকেলি !
অন্ত্য না-মিলিয়ে !
একে কয় কবিতায়
নয়-মিত্রাক্ষর !
মাত্রা সাজাতে হবে
মিল দিয়ে পর পর ?
ছন্দ মেলাতে হবে
দিয়েছে কি দিব্য ?
যা কিছু লিখিয়া যাও
সেইটাই কাব্য !!
তারপরে ছেড়ে দাও
ট্যাগ ক'রে বাজারে ।
লাইকের ছড়াছড়ি
প'ড়ে যাবে হাজারে !
ফেশবুক খুলে দেখ
খুললেই কবিতা !
সব কি সবাই পড়ে
যত লেখা হয় তা ?
সবাই তো কবি নয়
তার মাঝে কেউ কেউ
ঠিক ঠাক লিখে যান
বাকিরা কবির ফেউ !!