হে ধূমযোনি ,
আমাদের ভগিনী সর্বাণী
যতদূর জানি , চেয়েছিল এমন নিদাঘে
(যখন তাহার প্রায় পুরোটা বাগানই
সাফ করে দিয়ে গেছে পড়শীর ছাগে)
কিঞ্চিৎ প্রাবৃষ্য বর্ষণ
অঙ্গনের স্বর্ণচম্পা তরুটি বাঁচাতে ।


আর , তুমি তার প্রার্থনাতে
তুষ্ট হ'য়ে বেশি কিছু দিলে
বৃষ্টি কয়েক ফোঁটা-- আর তার সাথে
সঞ্চিত ভান্ড থেকে কিছু পুঞ্জমেঘ ,
বর্দ্ধিত বায়ুবেগ
ঝঞ্ঝামারুত-- আর বাত্যাবিক্ষোভ !!
সর্বাণীর ছিলনা তো লোভ -
চায়নি কুলিশপাত
চায়নি এ ঝঞ্ঝাবাত
বাড়তি এসব দেব , কেন বা দানিলে ?


আজ ওই যে ওখানে
সর্বাণীর শখের বাগানে
উৎপাটিত দ্রুমশিশু ভূমিতে শয়ান !
সহিবে সে কেমনে আঘাত
কেমনে কে জানে !
জেনে গেল সর্বাণী কার মৃত্যুবাণে
প্রিয়তম তরুটির হয়েছে প্রয়াণ !


বাঁচাবারে চেয়েছিল তারে কিছু বৃষ্টিপাত -
- এমন তো চায় নি সে ঝড়ের আঘাত !
বেশ বোঝা গেল তবে
হত্যাকাণ্ডে ছিল এবে
প্রচ্ছন্নে নিশ্চিত ছিল
তব কালো হাত !!