গোল্লায় যাক্ !!


চারিদিকে চলিতেছে
খালি এক চর্চা,
নেই কাজ - খই ভাজ
নাই কোনো খরচা !
সারাদেশ জুড়িয়া
বাঙালী না ওড়িয়া
কার ঘরে সৃষ্ট
অদ্ভুত এ মিষ্ট ?
ফুলো ফুলো
যেন তুলো
চেহারাতে গোল গাল ;
গালে পোরা দূরে থাক্
দর্শণে পড়ে নাল ?


মানুষ তো সকলেই
হিন্দু বা মোল্লা ।
মিষ্টি ও আদপেই
একই রসগোল্লা !
জন্মটা কুত্র ?
আছে কিছু সূত্র ?
পুরী না কি কলকাতা ?
আমাদের কালিমাতা
ওদের জগন্নাথ
খেয়েছেন কে আগে ?


ময়রারা দু ভাগে ;
কেউ বলে ছানা মানে
জানো তো হে 'ছিন্ন' ।
উৎকল যা বলুক ,
এই মিষ্টান্ন --
বাঙালীর থেকে ইহা
একেবারে ভিন্ন ।


দুধ যদি ছিঁড়ে যায়
হয় অপবিত্র !!
ব্যাপারটা তবে বোঝো ,
বুঝে নাও চিত্র !!
গোয়ালারা ময়রার
আগে নেয় বায়না ।
গোল্লা বানা্নো জানি
ছানা ছাড়া হয় না !!
ইহা যদি সাচ্ হয়
তাহ'লে কি করিয়া
অন্যায্য দাবী তোলে
ঐ ওরা ওড়িয়া ?
জগন্নাথের ইহা
কী প্রকারে ভোগ্য ?
জি আই টা পাইবার
হয় কিসে যোগ্য ?


ছিন্ন হইলে পরে
গোমাতার দুগ্ধ
খাইয়া কি হইতেন
প্রভুগণ মুগ্ধ ?
অতএব , বোঝাগেল
ইহা নয় ওড়িষার
তর্কেতে উৎকল
খাইলেন হেথা মার !!


কিন্তু , জি আই শুনি
দিয়াছেন কেন্দ্র।
উড়িষ্যা তাই আজ
ভুলিয়া সকল কাজ
জয়গানে মুখরিত
জয়তু নরেন্দ্র !!
ভুলিয়াছে সেদিনের
সুনামি ও বন্যা
রসের সাগরে ডোবে
সুনামে সুধন্যা ।।
তা ডুবুক্ ! বাঙালীর
তাতে যায় আসে না ;
তারা এতো অল্পে
আনন্দে ভাসে না !
উৎসবে তারা মাতে
আর রাজনীতিতে
দমানোটা যাবে নাকো
কোনো কিছু ভীতিতে !!


ওড়িয়া বন্ধুরা , আপনারা কিছু মনে করবেন না প্লিজ । এটা নেহাত ই মজা করে লেখা ! দু জায়গার রস গোল্লাই স্বাদে তো আমার একই লাগে ।ওড়িয়া বাঙালির বন্ধুত্ব অটুট থাক -- আমরা সবাই রসেবশে থাকি !!