বলছেন " আজতক্",
এই তো সেদিন তক্ --
হুঁকো টানা বুড়ো কেউ WHO কে কি তা পুছতো ?
কিংবা পাড়ার মোড়ে বিড়ি যারা ফুঁকতো ,
কিংবা লুকিয়ে নাকে সাদা গুঁড়ো শুঁকতো ,
মারতে উজির রাজা কে তাদের রুখতো !!


বেহায়া না হয়ে তবু মুখ ঢাকা মাস্কে
বেঞ্চে বসে না তারা , চা কিনেই ফ্লাস্কে
ঘরে এনে বৈকালে সাথে শুধু গৃহিণী
দু-সোফায় দুইজন ! (যেন )' কেউ কারে চিনি নি '!!


আইসোলেসান যেন চলিছে ডোমেস্টিক
করোনা সে কচি মেয়ে এই সব দেখে ঠিক
ভয়ে কেঁচো , সিঁধিয়েছে ডেঙ্গুর গোয়ালে।
এখানে যেখানে যায় সকলের চোয়ালে
বাঁধা দ্যাখে লাল নীল একফালি ন্যাকড়া !
ঢুকবো যে কোথা দিয়ে - এ নতুন ফ্যাঁকড়া !!


টিভিতে পি এম নাকি বলেছেন , ' ভারি খুশ !
টেড্রেস আধানম্ ঘেব্রেই ইয়াসুস্
যা বলুন - শতকরা মরেনাই পঞ্চাশ
ইতনা খতরা নেহি ইধার এ ভাইরাস্ !! '