" আমার আছে নাকের বেসর !
হাতের বাজু , কানের দুল !!
আমি নাকি কাতরিনা ক্যাফ
কোমর তড়ি আমার চুল !!
বললো সেদিন দাদাবাবু
এবার পুজায় কি চাই বল ।
বন্নু আমি , 'দেবেই যদি ,
এক জোড়া দাও পায়ের মল ।'
দাদাবাবু মানুষ ভালো
মুখের কথা খসলে হয় ।
তোদের স্বভাব নিন্দে করা !
দাদাবাবু তেমন নয় !! "
-- " রাখো তোমার বাবুর কথা
জানা আছে কোনটা কি !
পইসার পো পাথর কাটে ।
রাজার ঝি-এর শিকনি --" ঘি " !
যা আছে মোর , সেটাই ভালো !
থাক্ না তোমার ঠাকুর- ঝি
আমি তোমায় মাগতে গেছি ?
তোমার আছে , আমার কি ?
ঐ যে উয়ার বৌটা দেখি
চালকুমড়ো গতরখান !
বলতে কথা কষ্ট যেন
মুখে গোঁজা দোক্তা পান !
ওদের বেলায় ' খাতাপিতা '
মোদের বেলায় কয় ' মুটি ' !
বড় লোকের বড় কথা !! "
-- " তুই তো ভারি হিংসুটি !! "
-- " বল্ তো কেন ঝগড়া করিস্
পায়ের উপর পা তুলে ?
জন্মে বাপের দেখিস্ নি তো
গয়না গাটি সাত কূলে !
দেখেছি তো দুদিন আগে
ভুখ্ লাগলে খেতিস্ কি !!
আজকে নাকি বিরিয়ানি !! "
--" তোমায় আমি চুলকেছি ? ?
পয়সা আছে আমার গ্যাঁটে ,
কাজু কিসমিস কুমড়ো ঘ্যাঁটে
পান্তা ভাতে ঘি যদি খাই
তাতে তোমার বাপের কি ? "