- বল্ না আমায় ঠাকুরঝি !
বাজারেতে খবর কি ?
- কিসের খবর কিসের কি ?
- কেন ?
শোভন এবং বৈশাখী' !!


-- শুনিস্ নিকো ? কী বিশ্রী !!
পেছন পেছন দিল্লী গেছে
টি এম সি'র ও দেবশ্রী !


-- প্যাঁচ দেখেছিস্ জিলিপির !!
কাল যারা সব তৃণমূলে
আজকে তারা বিজেপি !


--কিন্তু  জেনে রাখিস্ মূলে
সব কিছুরই দিলীপ ই !!


-- থাকুক্ ওসব ঠাকুর ঝি !
বেল পাকলে কাকের কি !!
তার চেয়ে তুই বল্ তো দেখি
বিক্রমদের খবর কি ?
-- নিউজ যেসব আজ শুনি !
কিছুই যে ছাই জানিই নি ?


-- বিক্রমেরই হাত ধরে
চন্দ্রে গেল যান চড়ে ?
প্রজ্ঞা ছিল সাথেই তো !
হোলো কি তার বলিস্ তো !!
কোন্ সে মেয়ে প্রজ্ঞা রে ?
কোথায় কোথায় ফুল পাড়ে ?


- কী যে দ্যাখো ঐ টিভি !
হয় জলসা নয় তো জী --
হাসলো শুনে ঠাকুর ঝি !
বৌদি এসব বলছো কি !!
ও তো ছেলে ! মেয়েই নয় !!
মেয়ে হলে থাকতো ভয় !


-- ঠিক আছে ! তুই বল আমায়
এখন ওরা ঠিক কোথায় ?
প্রজ্ঞানের ও খবর কি ?


ননদ বলেন , তোমার কি ?
ওরা তোমায় খাওয়ায় কি ?
রাস্তা যদি ভুলেই থাকে
তোমার আমার কার বা কি !!


* প্রথমে যখন লেখাটা লিখেছিলাম ,তখন জানতাম ল্যান্ডারের নাম বিক্রম ও রোভারের নাম প্রজ্ঞা এখন জানলাম নামটা আসলে প্রজ্ঞা নয় প্রজ্ঞান । তাই লেখাটা একটু রিপেয়ার করে নিলাম ।